ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৬৭৬৭ঘণ্টা পূর্বে
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার কম্প্রু পাড়ায় ঢাকা কোম্পানি নামধারী ভুমিদস্যু কর্তৃক ভুমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
আজ রবিবার সকাল ১০ টায় রামগড় এলাকাবাসী ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে যুদ্ধ কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গেয়ান্দ্র ত্রিপুরা ( কার্বারী) ও আচালং এলাকার কার্বারী আজাইমং মারমা । এছাড়া সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির সদস্য শুভ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলার সম্পাদক বাহাদুর ত্রিপুরা।
বক্তারা ঢাকা কোম্পানি নামধারী ভুমিদস্যু কর্তৃক রামগড় কম্প্রু পাড়ার পাহাড়িদের ভুমি বেদখলের নিন্দা জানান। প্রশাসনকে জরুরি পদক্ষেপ দেওয়ার জন্য আহবান জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে থেকে কথিত ঢাকা কোম্পানি নামধারী ব্যবসা প্রতিষ্ঠানের অজুহাত দেখিয়ে পাহাড়িদের ভুমি বেদখলের অভিযোগ করে কম্প্রু পাড়ার এলাকাবাসী।