ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৬৭৫৮ঘণ্টা পূর্বে
মাহবুবুর রহমান : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মোটরসাইকেল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১ জন।
রবিবার সন্ধ্যা আমিশাপাড়া ইউনিয়ন বাজারে জাকির বাহিনীর প্রধান জাকিরের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এর সাথে মোটর সাইকেল চুরি নিয়ে দুদিন আগে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার জের ধরে সন্ধ্যা বাহিনীর প্রধান জাকিরের গোলাগুলির এক পর্যায়ে যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে বজরা মেডিকেল পরে জেলা সদর হাসপাতালে নিলে তার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
এই বিষয়ে সোনাইমুড়ি থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশের ফোর্স পাঠিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।