ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৬৪৪৮ঘণ্টা পূর্বে
আলমগীর বাবুঃ চাঁদপুর প্রতিনিধিঃচাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় পৌরসভাস্থ ১নং ওয়ার্ড বাইশপুর গ্রামের দাসপাড়া নিবাসী প্রবীর বিশ্বাস নামে এক ফার্মেসী মালিক বিষপানে আত্মহত্যা করেছে।গত ১৬ জুলাই বৃহস্পতিবার প্রবীর বিশ্বাস মনের ক্ষোভে বিষপান করে। পরমূহুর্তে সে এদিক সেদিক কিছুক্ষণ হাঁটাহাটি করে। শারীরীক অস্বস্তি লাগার পর দ্রুত সে নিজ বাসায় চলে আসে। বাসায় আসার পর হঠাৎ বমি করে অজ্ঞান হয়ে পরে।পরে প্রবীরের পরিবারে কান্নাকাটির রোল পরে যায়। তার স্ত্রী শিল্পী রানী ঘটনাস্থল থেকে প্রবীরকে অতিসত্তর মতলব সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে।কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ফার্মেসী মালিক প্রবীর বিশ্বাস মৃত্যু বরন করেন।প্রবীরের স্ত্রী শিল্পী রানী চরনীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর দুজন কন্যা সন্তান রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় যে, পারিবারিক কলহের জের ধরেই প্রবীর বিশ্বাস মৃত্যু বরণ করেন। মতলব দক্ষিণ থানা সূত্রে জানা যায় যে, উক্ত লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে তদন্ত চলছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।