ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৬১৬৩ঘণ্টা পূর্বে
মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অগ্নিকন্ডে তিনটি বসত বাড়ি পুড়ে ছাই।বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে বর্ডার গার্ড পাবলিক স্কুলের পাশে, উপজেলা।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার কারণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ( ১০ লক্ষ) টাকা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,পুলিশ এবং বি জি বি।
ঘটনাস্থলে ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন,বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেছেন।এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাধারণ জনগণের দাবি অতি শীঘ্রই বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন করা হোক। তাহলে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটবে না।