ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৫৩৩৬ঘণ্টা পূর্বে
মোহাম্মদ হাসানঃ সামনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন,বলেন, মানুষের কল্যাণে কাজ করা সহ বিভিন্নভাবে মানুষের উপকারের জন্য যাঁরা ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে পেরেছেন তাঁদেরকেই মানুষ মনে রাখে, স্মরণ করে। তাঁরাই ইতিহাসের শ্রেষ্ট সন্তান। ইতিহাসের বীর সন্তানরা কখনো মরে না,তাঁরা চির অমর।
চট্টগ্রাম বন্দর সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য মরহুম ফখরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল নগরীর বন্দর উত্তর আবাসিক ১ নম্বর রোডে বন্দর সিবিএ এর সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল আহাদ, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
রেজাউল করিম চৌধুরী বলেছেন, যুগ যুগ ধরে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, মানুষ হিসেবে আমরা পৃথিবীতে জন্মগ্রহন করেছি । কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে খুব কম সংখ্যাক মানুষ। মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সঙ্গে থাকতে হয়। তাদের কাছে যেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বন্দর সিবিএ নেতা রাফি উদ্দিন খান, মো. আজিম, মোবারক হোসেন,খ ম ইয়াকুব, মো দস্তগীর, মেজবাউল ইসলাম, সঞ্চায়ন সেন, বিশ্বজিৎ দেব, আক্তারুজ্জামান মাসুম, ফিরোজ আহমেদ, মোস্তফা ফরিদুর রেজা, রেজাউল করিম রাজু, আশীষ কান্তি মহুরি, মোহাম্মদ আলমগীর, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আবদুর রাজ্জাক, শ্রমিক নেতা সৈয়দ আহমদ বজল,জামিল আহমদ মিলন, মাহবুব আলম, ইব্রাহিম সেলিম, মামুনুর রহমান, যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, মো ইকবাল, ফরহাদ আবদুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন,মো সোহেল, মাহমুদূর রহমান বাপ্পি, আবু নাছের জুয়েল প্রমুখ।