ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৪৯৬৫ঘণ্টা পূর্বে
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে আগামী নভেম্বর মাসের প্রথম দিকে করার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী যুবলীগ মীরসরাই উপজেলা শাখা।
আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ চট্টগ্রামে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এবিষয়ে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক, হাটাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদ আলমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে তারিখ চুড়ায় হয়নি,আমরা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারিখ নির্ধারণ করবো।
নভেম্বরে সম্মেলন হওয়ার ঘোষণায় মীরসরাইয়ের যুবলীগ নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করাগেছে।