ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৪০৮১ঘণ্টা পূর্বে
মোহাম্মদ হাসানঃ শারদীয়া দূর্গোৎসবে মহাষ্টমী তিথিতে আজ ২৪ অক্টোবর চট্রগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন পূজো মন্ডপ পরিদর্শন করছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দেশের খ্যাতনামা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
পুজা মন্ডপ পরিদর্শনের সময় মাহবুব রহমান রুহেল বলেন, বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দূর্গোৎসব সকলের সহযোগে উৎসবময় পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় আমরা সকলে আনন্দিত। বাংলাদেশ আওয়ামী লীগর সভাপতি, প্রধামন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদ্যাপিত করছে। বাংলাদেশ সকল ধর্মাবলম্বীর একটি শান্তিপূর্ণ মিলন ভূমি। শান্তি-সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় সমবেত প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে। আমরা এই অগ্রাযাত্রা রক্ষায় সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় প্রার্থনা করি।
এসময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।