ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৩৮৫৮ঘণ্টা পূর্বে
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের রাস্তার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস পৌঁছালেও প্রায় ৮-১০টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তারা বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল- সাবলুর হার্ডওয়ারের দোকান, ইসমাইলের ও হাসানের ডেকোরেশন, ইয়াছিনের নার্সারি, পিন্টুর ফার্মেসি, মাহাবুবের সাউন্ড সিস্টেম, শরিফের সেলুন, পারভেজের মোবাইলের দোকন ও এরশাদ স্যারের দোকান।