ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৩০৩৪ঘণ্টা পূর্বে
রাসেল আহম্মেদ, সাভার প্রতিনিধি:আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়ার মতবিনিময় সভার আয়োজন করেন ।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ রাজাসন এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মহিলালীগ নেত্রী নাসিমা খাতুন বলেন,আমাদের বর্তমান কাউন্সিলর এমন একজন মানুষ যার কাছে এলাকার কোনো উন্নয়নের কথা কিংবা কারো প্রয়োজনীয় কনো কিছুর বিষয়ে বলা হলে তা তিনি সর্বোচ্চ চেষ্টা করেন সম্পূর্ণ করার জন্য।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ সেলিম মিয়া বলেন,বিগত দিনে কাউন্সিলর হিসেবে আপনাদের জন্য কি কি কাজ করেছি আপনারা দেখেছেন এবং সকল কাজেই অবগত রয়েছেন।আমি যদি পুনরায় নির্বাচিত হই তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এসময় পৌরছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক কমিশনার মৃত কদম আলীর ছেলে হাজী সেলিম মিয়া,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃআবু হানিফ,সহ-দফতর সম্পাদক সরফরাজ হোসেন দিপু,৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন,আতাউর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আজমত আলী,
৮নং ওয়ার্ড কৃষকলীগের রমত আলী,জনাব হাজী আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার পুরুষ ও মহিলা ভোটারগন উপস্থিত ছিলেন।