ক্যাটাগরি : বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশিত: ৮২৬২ঘণ্টা পূর্বে
প্রযুক্তি ডেক্স: বর্তমান যে সময়, যখন মানুষ পারছে না মানুষের সাথে বসে কথা বলতে সামনাসামনি, দিতে পারছে না ঠিক ঠাক সহায়তা ৷ তাই এই দূর্যোগের মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত করে যাকাত, আর্থিক প্রণোদনা ও ওএমএসের চাল বিতরণসহ বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে।
অ্যাপটির নাম রিলিফ ট্র্যাকার। জার্মান প্রবাসী কম্পিউটার বিজ্ঞানী শহিদুজ্জামান বাপ্পি ও তার বন্ধু রায়হান আহমেদ অ্যাপটি বানিয়েছেন।গুগলের প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে এপ্লিকেশনটি।
এটি প্রণোদনা বা ত্রাণ দেয়ার ক্ষেত্রে ডিজিটালি নিয়ন্ত্রণে হবে। যারা ত্রাণ বা সেবা পাবেন বা পাচ্ছেন তারা ডেটাবেজে চলে আসবে। প্রণোদনা বা ত্রাণ চুরিরোধেও কাজ করবে এটি।
দেশের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বা ব্যক্তি যে কেউ এ্যাপ্লিকেনটির মাধ্যমে প্রণোদনা ও ত্রাণ দিলে সহজীকরণ ও স্বচ্ছ হবে হবে বলে প্রত্যাশা উদ্ভাবকদের।
ইমাবা ৷ সকডক ৷