ক্যাটাগরি : সবারকথা বিশেষ প্রকাশিত: ৩৭৫৯ঘণ্টা পূর্বে ৭৭
মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের মেহেরনগর এলাকায় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬আগষ্ট ) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের মেহেরনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় যমুনানদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পাবনার ফরিদপুর উপজেলার মোঃ আব্দুল আলীম নামে এক বালু ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও পেশকার মোঃ হাফিজ উদ্দিন।