ক্যাটাগরি : খেলা প্রকাশিত: ১১৯৭ঘণ্টা পূর্বে
বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য সদস্য কাটার মাস্টার মোস্তাফিজ বলেছেন, যদি বিসিবি মনে করে দলে রাখা প্রয়োজন তাহলে আমি অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবো। অর্থের চেয়ে দেশ বড় বলেও মন্তব্য করেন মুস্তাফিজ। অন্যদিকে তিনি বলেন, আর দলে যদি না থাকি সেক্ষেত্রে আমি বিসিবির কাছে লীগে খেলার জন্য অনুমতি চাইবো।
আজ মিরপুরে নিয়মিত প্রাকটিসে প্রাকটিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন।
আইপিএল বা বিসিবি থেকে খেলা বা না খেলা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, আইপিএল বা বিসিবি থেকে খেলা বা না খেলা নিয়ে তাদের উপর প্রেসার করা হচ্ছে না।