ক্যাটাগরি : জাতীয় প্রকাশিত: ১১৯০ঘণ্টা পূর্বে
কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন।
আজ (২৩ ফেব্রুয়ারি, ২০২১) ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক যৌথ বিবৃতিতে, বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, প্রগতিশীল সমাজকর্মী সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সৈয়দ আবুল মকসুদ সোশ্যালিষ্ট পার্টির মুখপত্র 'নবযুগ' এবং পরবর্তীতে ন্যাপের সাপ্তাহিক পত্রিকা 'জনতা'য় কাজ করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।