ক্যাটাগরি : বাংলাদেশ প্রকাশিত: ৯৯৮ঘণ্টা পূর্বে
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে দিনব্যাপী নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।
আজ (৩ মার্চ) বুধবার রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের (আরএসসিএফ) উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার। অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক প্রদ্যুত কুমার দাস, রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিল নাচ, গান, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা,রম্য বিতর্ক, মেহেদী উৎসব, বুক কর্ণার, ছবি তোলা, স্বাক্ষর সংগ্রহ ও পুরস্কার বিতরণ।